দিকে দিকে জিহাদের ঢংকা
বাচবো না মরে যাব
কোথায় হারিয়ে যাব
হৃদয়ে এখন এই শংকা।
বোমার আওয়াজ শুনি কানে
মায়েদের অভিলাষ
শিশুদের উচ্ছ্বাস
ভেসে যায় রক্তের বানে।
ছুটে আসে কামানের গুলি
বাঁচাতে জীবনটাকে
ছুটে যাই দিকে দিকে
তবুও তো উড়ে যায় খুলি।
বাতাসে বারুদের গন্ধ
চারিদিকে আহাজারি
বাড়ছে লাশের সারি
নিঃশ্বাস হয়ে আসে বন্ধ।
ঐ শোন মুমিনের চিৎকার
জালিমেরা কারাগারে
ওদেরে আটক করে
করছে নানাভাবে অবিচার।
ঐ শোন জালিমের উল্লাস
হারিয়েছে মানবতা
নেই কোন সভ্যতা
বিকৃত করছে মুমিনের লাশ।
প্রভুর কাছে তুলি হাত
মোদেরে বিজয়ী কর
নয়তো শহীদ কর
জালিমের হাত থেকে দাওগো নাজাত।
মুহাম্মাদ আরিফ বিল্লাহ
(০৯.১১.২০২৩)