সকালে উঠিয়া আমি
মনে মনে কই
সারাদিন আমি যেন
ভাল হয়ে রই।
আদেশ করেন যাহা
প্রভু রহমান
আমি যেন সেই কাজ
করি দিয়ে মন।
সর্বদা চলি যেন
রাসুলের পথে
থাকি যেন নেককার
দের সোহবতে।
করি যেন মানুষের
সধা উপকার
ভালবাসা পাই যেন
সব জনতার।
দুঃখীর সেবায় যেন
থাকি আমরণ
দূর করে দিতে পারি
সব জালাতন।
এ ধরাতে চাই ফিরে
তোমার শাসন
কবুল করিও প্রভু
আমার এই পণ।
(AB26102015)