আমার কথা অনেক দামী
অনেক মূল্যবান
আঁধার ঘুচায় আলো আনে
থাকে দীপ্তিমান।

আমার কথা সবার সেরা
হয়না তাহার তুল
হৃদয়ে সৌরভ ছড়ানো
ফুটন্ত এক ফুল।