আমি কলম সৈনিক কলম যোদ্ধা
কলম আমার শক্তি
আমার কলম চায় দিতে চায়
শোষিত জনতার মুক্তি।

আমার কলম তুলে ধরে সধা
সমাজের বাস্তব চিত্র
আমার কলম জালিমের যমদূত
মাজলুম জনতার মিত্র।

সত্যকে তুলে ধরতে আমার
কলম করে না ভয়
সত্যেই অটল থাকবে কলম
যদিও মৃত্যু হয়।

সত্যকে ছেড়ে মিথ্যার পথে
চলবে না এক চুল
আমার কলম ভেঙে দিতে চায়
সমাজের যত ভুল।

ধনি গরীবের ভেদাভেদ মুছে
করবে সে এক সারি
বিশ্বটা জুড়ে থাকবে না কেউ
দিনভর অনাহারী।

আমার কলম সত্য প্রকাশে
সধাই আপোষহীন
মিথ্যার জাল ছিড়ে ফেলে দিতে
খেটে যায় রাতদিন।

মুহাম্মাদ আরিফ বিল্লাহ
১০১১২০২৩