সেই আমি & এই আমি
মুহাম্মাদ আরিফ বিল্লাহ

(সেই আমি)
অনেক ভাল ছাত্র ছিলাম
পড়া লেখায় মন ছিল
বইয়ের প্রতি এই হৃদয়ের
ভীষণ রকম টান ছিল।

ঈমান আমল ভাল থাকায়
চেহারাটায় নূর ছিল
তেলাওয়াতে মানাইতো বেশ
কন্ঠে ভালোই সুর ছিল।

গদ্যে পদ্যে ভালোই ছিলাম
কলমটা বেশ চলছিলো
খ্যাতিমান এক লেখক হবো
অনেকেই তা বলছিল।

দ্বীনের কাজেও এগিয়ে ছিলাম
সংগঠনেও শ্রম ছিলো
দেশ গঠনেও সময় দিতাম
হৃদয়ে দেশপ্রেম ছিলো।

পিতা মাতা গুরুজনের
আমায় নিয়ে শখছিল
অনেক বড়ই হব আমি
এটাই তারা ভাবছিল।

(এই আমি)

এখন অনেক বদলে গেছি
মনটা বড়ই উদাসীন
বইয়ের সাথে হয়না দেখা
ফেসবুকে রই সারাদিন।

ঈমান আমল যাচ্ছে কমে
চেহারাটায় গুনার ছাপ
কণ্ঠে বাজে গানের কলি
সুরেতে নেই নূরের ছাপ।

গদ্য পদ্য হারিয়ে গেছে
কলম আছে থমকে আজ
লেখক সে-তো দূরেই আছে
হয়েছি এক আড্ডাবাজ।

দেশপ্রেম আজ হারিয়ে গেছে
সংগঠনেও নেই সারা
দ্বীনের কাজেও পিছিয়ে গেছি
এগিয়ে যেতে নেই তাড়া।

পিতা মাতার স্বপ্নগুলো
হারিয়ে গেছে অচিনপুর
স্বপ্ন পূরণ কেমনে হবে
আমি আছি অনেক দূর।

(আশার কথা)

পিতা-মাতা গুরুজনের
দোয়া আছে আমার পর
আমার দ্বারাই আসতে পারে
আধাঁর কেটে নতুর ভোর।

আমি যদি হই সচেতন
সফলতা রুখবে কে?
সবকিছু ঠিক হয়েই যাবে
আল্লাহ আমার সহায় যে।

দ্বীনের কাজে এগিয়ে যাব
সঙ্গী না থাক কেউ আমার
আমার সোনার দেশ সাজাতে
আমিই হবো কর্ণধার।

শুধরে নেব ভুলগুলো সব
এটাই এখন আমার পণ
সফলতার শীর্ষ চুড়ায়
চাই দেখিতে এই জীবন।
  
সবাই মিলে দোয়া করো
লক্ষ্যে যেন রই অটুট
ছিনিয়ে যেন আনতে পারি
সফলতার রাজ মুকুট।
(৩০/০৪/২০২০)