কহিল রব ডাকিয়া আমায়,
পৃথিবীতে বাজার করিতে পাঠাবো তোমায়!
আমল কিনিবে ব্যাগ ভরিয়া,সময়ের বিনিময়।
কিনিতে হলে আমল, জানিতে হবে এলেম।
ইকরা ইকরা ইকরা, পড় পড় পড়।
পড় তোমার প্রভুর নামে,
এর শেষ কোথায় কে জানে!
চলিতে চলিতে ক্লান্ত হলে,
জিরিয়ে নিও গাছের নিচে।
রিজিক তুমি পেয়ে যাবে,
হাজিরা দিও সূয্যি মামার আগে।
প্রতিদিন শেষ প্রহরের শেষ আসমানে,
আসিবো আমি তোমার সাক্ষাতে।
দুঃখ যত থাকিবে মনে,
কমিয়ে দিও আমায় বলে।
এভাবেই একদিন সময় ফুরোলে,
আসিবে ফিরে আমার নীড়ে।
দেখিতে চাইবো কি আনিলে,
দুনিয়া থেকে ব্যাগ ভরে...!