ঝড়ো হাওয়া দিয়ে তোমায় ইশারা করলাম,
তুমি বোঝোনি,
মেঘ দিয়ে গর্জন করে তোমায় ডাকলাম,
তুমি শোনোনি,
অবশেষে বৃষ্টি রূপে জানালায় টোকা দিলাম,
তুমি দেখনি।
আমি কান্নায় ভেঙে পড়লাম,
ব্যথিত মনে গড়িয়ে গড়িয়ে নদীতে ডুব দিলাম।
পরদিন,
তোমায় না ভেবে নদীর উদ্দেশ্যে রওনা হলাম,
বিস্মিত আমি...!!
জানালার ধারে মুখ তুলে তুমি আমার অপেক্ষায়,
দেখা মাত্রই কিছু না ভেবে ছুঁয়ে দিলে আমায়।
বললে না কথা আমার সাথে,
বিড়বিড় করে কি যেন বলছো রবের দরবারে।
বুঝলাম, আমায় আঁকড়ে ধরে,
পাড়ি দিতে চাও প্রেমময় ঐ রবের নিকটে।