শব্দেরা কি একলা পথিক,
যাত্রা শেষে থামে না কোথাও?
নাকি সে শেকড় গাঁথে হৃদয়ের গহীনে,
যেখানে স্পর্শ পায় কান্না, ব্যথা, ভালোবাসা?
প্রতিটি না বলা কথার ভাঁজে,
নিঃশব্দ দীর্ঘশ্বাসের ছায়ায় সে তো জীবিত!
যদি কানে না বাজে তার প্রতিধ্বনি,
তবে কি সে নিঃশেষ হয়?
কিছু শব্দ না হয় আমার লেখার সাধ্যের বাইরে,
তবে, তোমার কি নেই বোঝার সামর্থ্য...?