স্বপ্নগুলি দিয়েছি উড়ায়ে মেঘ হয়ে ভাসিছে সদা,
নীলরঙের বিপরীতে কালো রুপে ঐ দূর আকাশে।
ক'ফোঁটা অশ্রু এসে ভীড় জমায় আখিদ্বয়ের কোণে,
মাঝে-মধ্যে বয়ে যায় ঝড় এই হৃদয়ের অন্দর মহলে।
একাকী নির্জনে গাল বেয়ে পড়ে জল দু চারি ফোঁটা,
আমারও তো ছিল মায়ের পরশের একটা ছেলেবেলা।
আমি তো ভালই ছিলাম তখন জীবনের মানে না বুঝি!
নির্ঘুমে কাঁটাই রজনী গভীর আঁধারে স্মৃতিগুলি খুঁজি।
স্বপ্ন এখনও দেখি তবে তা নয় বাস্তবতা মিছে কল্পনা,
স্বপ্নে দেখি অতীতকে ঘুম থেকে জেগে উঠি আচমকা।
গলা শুকিয়ে কাঠ হয়ে যায় ভিজাই গলা কূপের জলে,
কেমন সুখে তৃষ্ণার্ত আমি মিটাই তৃষ্ণা নয়নেরই জলে !!
১৩ আশ্বিন, ১৪২৪ ।