আশা ছিল স্বপ্ন ছিল, ছিল প্রীতি ঢেড়,
স্বপ্নসব নিরাশায় জন্মিয়েছে ফের।
ছিল ভাল দিনগুলি সেই কবে
মনে হয় শত শত বছর হবে।
কি ভাবছো গো তুমি? হে ভাবুক ঈশ্বর
কেমনে কি? হয়েছি গো নেশায় বিভোর।
বাহ! কত্ত কিছু ভাবছো তুমি
আহ! কত্ত খেলা খেলছো তুমি
জীবনের আর নেই কিছু বাকি
চুকে গেছে সব হয়ে গেছে ফাঁকি।
জানিনা কেন কী অপরাধে, অপমান
দৃষ্টিতে ক্ষমা তোমার, তুমি তো মহান।
ছিলাম ভূলে, আছি ভূলে আমি তো ভূলের নিশান
ভূলে ভূলেই তবে কি গো ঘটবে জীবনাবসান?
ভূল করি, ভূল করা জানিই তো বাজে
করো ক্ষমা, ক্ষমা করা তোমারই সাজে।
আকুল মিনতি নিকটে তোমার শেষবারের মত,
করো ক্ষমা মোরে দয়াময় ঈশ্বর আছে অন্যায় যত।