তোমাকে খুঁজেছি সোনালী প্রান্তরে,
তোমার সুঘ্রাণ নেই সমীরে।
খুঁজেছি পাহাড়-পর্বত, আমাজন বনে;
মরুভূমি, ঝরণা, সমুদ্রের পানে।

গ্রীষ্মের দগ্ধ দুপুর, বর্ষার বৃষ্টি মুখর দিনে,
শরতের কাশবন, হেমন্তের দেব কাঞ্চনে;
শৈত্যপ্রবাহের হিম আর বসন্তের পুষ্পায়নে।
তোমাকে খুঁজেছি সোনালী প্রান্তরে।

নীলাকাশের সাদা-কালো মেঘ মল্লারে,
নিশীথের রোহিণী শশীর অন্তরে।
তোমাকে খুঁজে নাহি পাবো,
নাহি পদচিহ্ন মর্ত্য মাঝে।