দেখিলাম –
মানবের আনন্দে কৃষ্ণাকাশ রঞ্জিত।
বিহঙ্গরাও ছিল পরমানন্দিত।
আনন্দের আমেজে চমকিত অনন্ত, রঙ্গভূমি।
চমকিত নগর, বন, পাখি, জন্মভূমি।
এ যেন আনন্দেরই দুটি রূপ।
পাখিদের আনন্দ আমেজ মৃত্যু শোকে,
মনে হয় এ যেন মৃত্যু-উৎসব।
কে করিল এমন আয়োজন
যার জন্যে দিত হলো–
সহস্র পাখির জীবন বিসর্জন।