এখানে আমি তোমার আসার অপেক্ষায়,
যত্নে রেখেছি সব অনুভূতি,
আবার যেনো পায় ফিরতে
তোমার সেই অজানা পথ।

চলে আসো, তোমার হেসে উঠা চাঁদের আলোয়,
যতটুকু থাকো, তার সবটুকু অনুরাগে।
গুছিয়ে রেখেছি স্মৃতির সুরে
তোমার প্রত্যাশার দীর্ঘ রেখা।

তুমি আসবে, জানি নিশ্চয়ই,
কোন এক দুপুর, কোনো এক বিকেল,
পথের কোনো মোড়ে, আলো আর অন্ধকারের মাঝে,
আমার দিকে এক চিলতে হাসি পাঠাবে।

আগন্তুক, তুমি ফিরে এসো,
এই ক্ষণটুকু তৃষ্ণায় বিরতিহীন।
আশা যেন পূর্ণ হয়,
যতটুকু অপেক্ষা ছিলো আমাদের মাঝে।