আমাদের ছেড়ে যাওয়াগুলো হুটহাট
বিতৃষ্ণ বড্ড উন্মাদের মতো আচানক
আমরা যুগের উৎকৃষ্ট উদাহারণ হয়ে
লিখে যাই আজন্ম বিচ্ছেদের খেয়াল

আমরা অসংখ্য দিনের শেষান্তে শ্লোকে
ঝাপি খুলে তুলে দিই অজস্র সন্ধ্যাযোগ
আমরা জংশন গড়ি হৃদয়ের ইষ্টিশানে
তারপর বিশেষ আলাপনে বুনি প্রতীক্ষা

আমরা অনেকদিন মুখোমুখি বসি একদা
যেনো উভয়ই কেতাদুরস্ত আগন্তুক অনন্ত

কখনো কখনো খরতাপ মধ্যাহ্ন নামলে
চোখ মাদুরে খুলে বসি অতীত লিপিকা
সে বিষম দুরারোগ্য ইতিহাসের যবনিকা
শাস্ত্রীয় কেতাবে বেদনাগ্রস্ত সুর-কোরাস

কী অদ্ভুত! সময়ঘর গড়িয়েছে বহুকাল
আমরা বসবোনা মুখোমুখি কোনওদিন

সন্ধ্যাযোগের সমারোহ কিংবা অন্তশ্লোক
ইষ্টিশানের প্রতীক্ষা বুনা; কিচ্ছুটি নাই
আমাদের সমস্ত পরিচয় সমগ্র এখন
আগন্তুক নয় বরং হয়ে গেছে আততায়ী


২১০৫২৩২০১৩