দেয়ালিকার ঘড়ির দীঘল কাঁটায়
বিচ্যুত আলতার রক্তাক্ত দহন
এখানে ভীষণ কোন মধ্য বিরাতে
প্রত্নতাত্ত্বিক সহস্র বেদনার হিম

বিস্তৃত নিউরণের ভেতরে দিগ্বিদিক
পড়ছে বিচ্ছেদের তামাম পুঁতি গ্রন্থ
আবার কেতাদুরস্ত যাযাবর যেনো
বিস্ময়ে গেরদান দিচ্ছে বিগতস্মৃতি

প্ররোচনাহীন সুদৃঢ় যাতনার পাল
যেনো সেজেগুজে নিবৃত গূঢ় রাত
স্বজ্ঞানে সরল স্বীকারোক্তি পুড়ছে
অজস্র কবুতরের শাদা নক্ষত্ররাজি

সহজ শান্তির পায়রা পুষে বুকে
প্রতিজ্ঞার ডানাযুগল ক্লিষ্ট স্তব্ধ
মৃত্যুরত রাত বিনিদ্রের গোরস্থানে
গড়ে তোলে মহাকব্যিক ভোরলয়

দেয়ালিকার ঘড়ির কাঁটা থামেনি
বলেনি অগ্নি মথিত দহনের পীড়া
বহুল পরিচিত আদিম ডাহুকটা
কেবল ডেকেছিলো কুহুতান রবে


২২১১০৭১০০৪