যে উঠোন কাঁদছে
শরতের তীব্র হিমেলে
যে রাত ডাকছে বিভোর
গহীন আঁধারের অতলে
সে নিশীথিনী গাইছে পুরাণ কথার
মখমলি আগুনের উজ্জ্বল দহনগীতি
নিরাশ্রয়া সমস্ত ভোরের অগ্রভাগে
চোখদ্বয়ের টাটকা বিনিদ্রতা লেপটে
সীমাহীন দূরত্বে পুড়ছে নতুন দিনসব
নির্বিকার ধূসরাবৃত যেনো সময়পঞ্জী
যে নিউরণে বেজে উঠছে কলতান
অসময়ের অলস তানপুরা ঐকতান
যে স্মৃতির আকস্মিক রোমন্থন বইছে
অবেলার মধ্যাহ্ন ছুঁয়ে শূণ্য জানালায়
সে বিষাদিনী লিখছে ব্যথার পুঁথিগ্রন্থ
অচিন মহাকালের অধির শূণ্যস্থান
আগন্তুক কোন পথের পাথরে নির্জন
ক্ষীপ্ত বাতাসেরা মেঘের পিদিম জ্বেলে
সেই মহাকাব্যের সন্ধ্যাকালে জপবে নাম
বিমোহিত মূর্ছনায় ধ্বনিত হবে সব বিয়োগ
২১১০০৩০০০২