সবচে প্রফুল্ল ভালোবাসায় উদগ্রীব
যে শহর —
সে শহরের মধ্যাহ্নের নাম লিখেছি
সন্মিত্রা।
যে দুপুর তোমার কথা স্মরণকালে
আন্দোলিত করে —
সমস্ত রাজপথে গড়ে তুলছে দ্রোহ
তার নাম সন্মিত্রা।
অন্ধ চোখের ভাষায় রাত্রির ক্লেশ
কদর্যের শোক —
সে অন্তর্নিহিত দৃষ্টির আলাপনে
সন্মিত্রার ঠোঁট।
আরও আরও তীব্র মধ্যাহ্ন আসুক
বাড়ুক অনাবিল রাত্রি —
আরও জমা হোক আলাপন সমগ্র
হোক সন্মিত্রাময় আত্মা।
আমি সন্ধ্যাগ্রস্থ আসন্ন তিমিরের
টুঁটি দ্বারে তুমুল —
প্রচ্ছন্ন নয় বরং খুবই স্পষ্ট এঁকেছি
সে নাম; সন্মিত্রা।
২০২১০১২৭২৮১৮