জন্মান্তরের আমার বহুল দুটো চোখে
নাগরিক জাদুঘরের ঐতিহাসিক জল
সমস্ত অতীতে স্বাক্ষরিত জীবন পাতা
খুলে দেখি ভাস্করে অমৃত সরোজিনী
যেনো এক বড্ড জীবন হয়ে গেছে রাত
সমস্ত দ্রোহশোক জমে নীল পারদ হীম
বেওয়ারিশ কণ্ঠে নৈকট্যের দূর প্রলাপ
আরও ঘনিয়ে তুলছে অজ্ঞাত শতমুখ
নিরন্তর বয়ে চলা শূণ্যতার কাঁটাতারে
রক্তাক্ত জবা আহত নিঃসীম বেদনায়
যেনো সীমানায় আসবেনা ভোরলয়
যেনো আঁধার কৃষ্ণ গড়ে নেব অনন্ত
এখানে অসংখ্য অচেনা পাঠের শোক
অগণন বিয়োগান্তিকার মরমী শ্লোগান
এখানে মৃত্যুর আজন্ম হাহাকার গাইছে
দুর্বার দুর্বিনীত বেলাভূমির লালাভ চিত্র
জন্মশোধে ছুটছে অনাবিল আলাপনী
মধ্য হৃদয়ের শিরোভাগে জপছে স্মৃতি
অন্তহীন তীব্র দুটো চোখের স্বীকারপত্রে
ভাস্কর সরোজিনীহীন সরল এক ভোর
০৭ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
২০২২০৫২১