এই যে সন্ধ্যা, যে সন্ধ্যার নাম জানা নেই।
একদা আকাশ নীল খামে পাঠিয়েছিলো একটি নাম।
যে নামের অন্দরে বেহেশতী মেহেদিতে আল্পনা করা ছিলো,
শয়শয় হলুদাভ কৃষ্ণ বর্ণের অজস্র তারাসুখ।
অদ্ভুত সময়ের বঞ্চণায় আমি মুছে গেছি সে নাম,
আমি কী নিদারুণ এক ছলনায় ভুলেছি সে নাম।
সে কথা জানেনি কেউ; সে বিয়োগাত্মকতা বুঝেনি কেউ।
২১১০১৩২০১৮