প্রত্যন্ত মনের গহীনে গেয়ে যাচ্ছে সুবর্ণ সকাল
বৃষ্টির দামামায় সুতো কাটছে বিরান মেঘবাদক

যখন নিরীহ আগন্তুক এসে আছড়ে পড়ে সম্মুখ
তখন সমস্ত ক্লেশ দুর্দশা নিরন্তর ছুটে যায় সুর্যে

তখনও বিস্তৃত মাঠে ভবিষ্য কপালের ভাগ্যনামা
আমলনামার দিস্তা দিস্তা কর্মযজ্ঞের জীবনলিপি

নিদ্রালোপের পাঠ্যবইয়ে মন মন্দার গেরদান হলে
সদ্য নবজাত সকাল গেয়ে উঠে বিপ্লবের অমৃতবাদ

জীবনের সমুদয় গ্রন্থে বিপ্লবের বাণীশ্লোক রোপতেই
জীবন সমস্বরে বলে উঠে তার কোন ক্লেশ নাই;
একাকীত্ব নাই



২১০৭২৬০৬৪০