আঁধারঘন রাত্তির  কুসুমে আয়না রেখে
কোথাও চলে যাচ্ছে সমস্ত বসন্ত আবীর
অদ্ভুত আমি ব্যতিব্যস্ত  আচানক তাড়া
নির্বাক পথে পাথর  ফুটে ফুটে  ভয়ানক

হৃদয়ের কার্ণিশে  জ্বলে উঠছে  তারাপথ
জানালায়  বইছে  দক্ষিণা  মৃদুস্বরে বায়ু
দেয়ালিকার ঘড়িটায় যেনো  আন্দালিব
পাঠ করছে  অতিক্রান্ত  সময়ের বেহালা

আমি অতীব  অতীত খুলে আসমানে
লিখছি যাপনের দীর্ঘ মহাকালের যাত্রা
প্রচন্ড আক্রোশের যাতাকলে পিষ্ট রাত
ক্রমশই  বাড়াচ্ছে  লিখনীর  নাট্যমঞ্চ

অথচ  বাহিরে  বিষম  রাতের প্রৌঢ়ত্ব
ভাঙছে সন্তর্পনে  ভোরের অনুজ পথ
পুরোনো তানপুরায়  কান পেতে বয়স
গুনে নিচ্ছে  গোটা জীবনের  সারমর্ম

কখনো সেতারার গেরদানে স্মৃতিগ্রস্থ
কখনো ফেলে আসা যুগান্তরে আবদ্ধ
এখন অচিন  বীণে সুর তুলছে বিরহ
এখন সমূহ আর্তনাদ খুঁড়ছে নিদ্রামগ্ন



২১০৩২৫৩০০৩