আমাদের সুখরঞ্জিত সময়ের  চেয়ে—  শোকার্তের ব্যাঞ্জনা
ঢের বেশি  খুব। বহুকাল যেনো অনাদিকাল  বিভ্রম— হ্ঠাৎ
পরিচিত  থেকে  বেহাত   অচিন।   আমার  অবোধ  দুরন্ত
হেয়ালিপনায়— আজকাল তোমার  বেশ  অবহেলা। যেনো
শেষ  ট্রেনের বিচ্যুত ভগ্নাংশ — ঠিকানাহীন  অবজ্ঞার  জীর্ণ
জংশনে।  তাৎপর্যহীনে   আমায়  দংশালে   কভু —  আমি
নিরালায়  সরে  পড়ি   নির্জনে ।  এ  আমার  দোষ  কীবা
অতিকায় ভুল— আমি নিভে  যায় অজানায় আজন্ম। এখন
রাত্রিদিন  নেই;   অনন্ত  বিভীষণ —  দুর্নিবার  ভালোবাসা
নয়; দরজায়  কড়া নাড়ে  অবহেলা।  যেনো  নবীন মায়ার
টানে;  ভুলে যাচ্ছো  অতীত।  কোন  প্রতিঘাত  নয়—  নয়
করজোর করতলের  আহ্বান।  যা দূরে গেলে সুন্দর— সরে
গেলে  প্রস্ফুটিত  হয়  নবপথ।  আমি  তাই বিনিময়  করে
নিলাম —  আকুল  হৃদয়ের  অন্দরে।

বিদায়...


০৪ ডিসেম্বর ২০২৩ • ০২.৫৫ রাত।