প্রিয় পুষ্পকথা
আমাদের ভেতরে শয়শয় অসংখ্য দূরপাঠ
ভাঙা জানালার জীর্ণশীর্ণ রাত্রি সমুদয়।
বেদনার বেহালায় প্রীতম বৃষ্টিক্লান্ত দিন
সমুদ্রের বিকট পালে হারানো স্মৃতিচিহ্ন।

প্রিয় পুষ্পারণ্যক
পাহাড়ের স্থির নির্জনে পুরোনো নাম
অনাবিল শূণ্যতায় শুষ্ক পাতার বাঁশি।
চোখে চোখ রেখে সময় যাচ্ছে অতীতে
শিমুল তুলোর হাওয়াই মিঠাই যায় ফুরিয়ে।

প্রিয় পুষ্পকলি
বিরহের চরকিতে বিষণ্ণতার বায়োস্কোপ
দীঘলো মেঠোপথে সঞ্চিত দুঃখগাঁথা।
অথচ আমাদের কখনও হয়নি সাক্ষাত
তবু দিন পুড়ে খাঁটি হয় একাকীত্বের রাত।

প্রিয় পুষ্পলতা
অদ্ভুত কেঁপে উঠছে ভঙুর আলাপন যত
দগদগে কিন্তু ঝাপসা অগণন ঠোঁটলিপি।
অনন্য দ্যুতিময় করছে ক্লেশের পাদপ্রদীপ
আমি পড়ছি অন্ধকারে আলোর কোরাস।

প্রিয় পুষ্পিতা
কোন বর্ষা সন্ধ্যায় তীব্রতর যন্ত্রণা এলে
আমি দরোজায় সপে দিবো দুরন্ত অবহেলা।
যদি বিশ্রী বিনিদ্রতা খরিদ করে সমস্ত বিলাস
আমি জীবনকে পেতে দিবো আমার জন্মসত্তা।


২১০৯১৮০০০৩