সন্মিত্রা, সেতো এক দুর্বোধ্য ইতিহাসের কথা
যেখানে এক যুগ আলোর নির্বাসন অবিরল
কত  কত  মহাকাব্যিক  বসন্তের নির্দয় প্রয়াণ
কত যে বেহুলা  অপরাহ্নের নিস্তব্ধ  অবসান
আমি  অক্ষি চেপে  ঠাঁই গুনে রই সময়সুতো
বেঁধে রাখি অবিরাম স্মৃতির বিস্তৃত খেয়াঘাট
অস্পৃশ্য আশাঞ্জলি বুকস্থ মঞ্জিলে পুষে পুষে
শত সহস্র আলোর মণিকায় গেঁথেছি সংকল্প
আর উদ্ভ্রান্ত  নিউরণে  রোপছি  স্পর্শের দাগ
যেনো বেঁচে  উঠছে সহস্র  যুগের  বিতৃষ্ণ মমি

সন্মিত্রা, বেদনার  শিরোভাগে  সুবিমল প্রেম
যেনো প্রলম্বিত  যামিনীর  সুখগাঁথা ইতিহাস
নির্জনতার  আড়ালে ডাকছে  নিরন্তর আশা
ধূসর  ইষ্টিশানের  হলুদাভ  কুরতার  আয়না
আমি ওসব  স্মৃতিস্বর গেরদানে  মশুগুল খুব
যেখানে  বিজড়িত বাহুদ্বয়  নিবিড় আলিঙ্গন
অসংখ্য রাত্তির  বাহুডোরে পৌরণিক পুঁতিবই
চাষ করছে অগণন অতীতের বিস্তৃত মাঠঘাট
এবার তবু  হৃদয় পথে  অনন্য  বিপ্লব আসুক
আসুক  বিজয়ের মঞ্চে  তোমার জাগ্রত ছোঁয়া



২০২১০২১৪০৯০৩