অগ্নিপথে আপন গন্তব্যের  পথে হাঁটছে
আমার সমস্ত জীর্ণ শার্ট; ছেঁড়া বোতাম
বুকের পশম বিলিয়েপড়ছে ইষ্টিশানের
পুরোনো জংশনের ভাঁজের খাঁজে খাঁজে

পুরোনো সম্প্রীতির ব্যবচ্ছেদ গড়ে উঠে
তুলকালাম  স্মৃতির নিশুতি রাত্রি  ঘাটে
অনাদিকাল  ধরে  অচ্ছুত স্বপোন লয়ে
বেজে যায় তীব্রতর বাঁশরির ঘন প্রশ্বাস

শোকার্ত  গামছায় বেদনা  বেঁধে দারুণ
বিদ্রোহ থরেথরে মনোহর সাজছে সন্ধ্যা
পকেটহীন  ঝুল  কোরতায় মিশছে যত
অপরিচিত  মিছিলের  বিষাক্ত  কোরাস

আমি অসংখ্যবার  ডেকেছি রাজপথের
বুকের ভিতরে চেনা সমস্ত মুখের বিভ্রম
কিন্তু তথাপি আসেনি কোনো দ্রোহকাল
শূণ্যস্থানে ফিরেনি কোনও আপন সুরত

ব্যতিব্যস্ত দিনলিপিতে বার্ধক্যের ফানুস
উড়ে  যায় জীবনের  আমূল  আসমানে
অথচ ফিনিক্সের  মত পুরাণ রূপকথায়
অবিনশ্বর  থাকার মোহর ছিলো শাশ্বত

তবু সমুদ্রপুত্র হয়ে উর্মির করতলে গুনছি
সময়ের বিসর্জিত  মুহূর্তমালার কালক্ষণ
জলজ ইষ্টিশানে উড়ছে বুকের কৃষ্ণলোম
তটস্থ  অক্ষিতে জীর্ণ শার্ট; ছেঁড়া বোতাম


২১০১২৩৩৪০৪