• (১)
বিলম্বের হাত ধরে চলে গেছে রাত্রিলয়
অবোধগম্যতায় নির্বাক ফেরারি নিদ্রা
(২)
আমি নিঝুম পাহাড়ে তিলাওয়াতরত
মৃদু আসসালাতু খাইরুম মিনান্নাওম
(৩)
ভোর সমস্ত নিষ্পাপ শিশিরবালা এলে
গোলাপ হয়ে ফুটে উঠি বিবস্ত্র কাঁটায়
(৪)
তারও বহুদূরে ডাকছে জীবনের তেপান্তর
যায়, ফিরে আসি; ফের যায়, এই তপস্যা
(৫)
কয়লার গাত্রে মিহি সকাল জেগে উঠলে
বিধ্বস্ত চোখে অঙ্কিত হয় বেহেশতী খুশবু
২৩০৫০৭০০৬