কে ডাকছে?
উত্তরের শালবনে ঝরছে পাতা
মৃদু হাওয়ায় দুলছে রাতগ্রস্ত ভোর
হারানো পায়ের নেকলেসে বাজছে
পুড়া তিমিরের স্মৃতির অজস্র লহরী

তোমার সন্ধ্যাস্থ তামাটে তপ্ত নতমুখ
যেনো কী বিষম নরম হাওয়ার চাহনী
বিকেলি ধূপরেখায় তার সিঁধ কাটা ঠোঁট
কাজল ক্ষুধায় চটপট দুটো অমৃত চোখ

কে ডাকছে?
দখিনার জানালায় আষাঢ়ের মতোন
টিনের চালায় খসে পড়া অশ্রুর মতোন
শূণ্যতার বিরান অসীমে পদাঙ্কের মতোন
পিন পতনের দরবারে হঠাৎ হুঙ্কারের মতোন

সুষুপ্ত আঙুলে আটকে যাওয়া আঁচল
বাঁধনহারা কৃষ্ণকায় এলোকেশীর ঢেউ
গোধূলির আলতা রাঙানো স্নিগ্ধ সুবাস
রক্তিম জবার ছাঁচে আসা শত অনুনয়

কে ডাকছে?
ডাকছে; কে আমায়?


২৪০৫১০০০০৫