প্রিয় দেবদারু —
তুমি আসোনি বলে যে প্রলম্বিত রাত্তির বাহুদ্বয় জড়োসড়ো;
প্রাসঙ্গিক সে দেয়ালিক ঘড়ির নির্জন কাঁটায় সাঁটা প্রতীক্ষা।
আমি অহরহ ক্ষণে বীক্ষণে ভুলের ছুতোয় সে প্রতীক্ষা দ্বারে;
নির্নিমেষ আকাশ খুলে পেতে দিই ক্লান্ত হৃদয়ের আহ্ববান।
তিরস্কারের ভেতরে পুষে রেখে স্বীয় ব্যার্থতার দস্তাবেজ লিপি;
আমি অক্ষয় প্রেমানন্দে বিভোর অপেক্ষার নিখাঁদ মৃত্যুতে।
যখন প্রতীচী জানালায় সমস্ত বিষাদ গেরদান দেয় বিরহের;
তখন চলমান রজনী হয়ে উঠে ফিনিক্সের জ্যান্ত প্রেতাত্মা।
|
প্রিয় দেবদারু —
তুমি আসবে বলে রাত্রিরা মিছিলে মিছিলে স্বাগত রাজপথ;
সহস্র গোলাপের রক্তিম নির্যাসে ছেয়ে যায় আধমরা উদ্যান।
আকাশের ঠিকানায় প্রেরিত হয় জমকালো আসমানী চিঠি;
ধরণীর সমস্ত প্রতীক্ষার নহর সমাপ্ত হয় অপেক্ষার প্রহরে।
আমার যাবতীয় নিরানন্দে বেড়ে উঠে কাশ্মীরি কাঠগোলাপ;
যাতনার বাসন কোসনে মুদ্রিত হয় গোধূলির মিষ্টি হাওয়া।
আঁখির লেপ্টানো আকাঙ্খায় গ্রন্থিত হয় রাশি রাশি আলাপ;
পৃথিবীর প্রাচীণ কাব্যে তুমি হয়ে উঠো ভাস্বর আয়না মহলে।
২৩০৪২৯১০০৪