তখনও সন্ধ্যা নিভেনি তুমুল, সামুদ্রিক সাতকাহন;
তোমার আধখোলা চুলে; বেদনার বাসন কোসন—

দূরে কোথাও জ্বলছে; চিতা, অন্তেষ্ট্যক্রিয়ার দাবানল;
বিষাদকে পোড়াতে নাকি; ওটাই চূড়ান্ত সূত্রানুযায়ী—

প্রগৌতিহাসিক যেসমস্ত, তাম্রলিপি পড়াক্ষম;
সেসব তাম্রলিপ্তে অক্ষুণ্ণ; ওসব সূত্রের মজবুত তরিকা—

অথচ আমাকে আমি, খুউব পোড়াতে গেলেই;
সমুদ্র বলে ওঠে অনুনয়; তোমাকে নয়; বেদনাকে পোড়াও—

কী অদ্ভুত প্রবাহ ধারা, মানুষে মানুষ সখ্যতা নাই;
তবু সমুদ্র কেঁদে গড়ায়; ভাসায় বুক নোনা জল—

তাইতো আমি মানুষ নয়, বরং সমুদ্র হতে চেয়েছিলাম;
কারও চুলের ছোঁয়া নয়; কিন্তু স্পর্শ চেয়েছি নোনা জলের—



২০০২১২০৬৫৩