বিচ্ছেদের প্রান্ত ঘেষে দাঁড়িয়ে— জীবনকে দেখছি খুইয়ে
খুইয়ে।  বিচ্ছেদ—  জীবনের  সাথে অপূর্বভাবে  জড়িত।
যেমন  বৃষ্টির  পূর্বপুরুষ  মেঘ—  অশ্রুর  পূর্বসুত্র  চোখ।
সময়ের  এক  আলৌকিক  মন্ত্রে   হারাচ্ছে;   আমাদের
চঞ্চলতা —  বিনা  মেঘে  বজ্রের  উল্লাসিত   আড্ডালয়।
আজকাল  জৌলুসতা  রাতের  আঁধারে  মিলিয়ে  যায়—
ঠিক, মোম যেমনটা মিলায়  রাজকীয় জামদানীর পাত্রে।
আমাদের  ভেতরে সারি সারি  আয়নার দেয়াল; সামনে
স্বচকিত প্রাঞ্জল মুখ—পেছনে মুহুর্মুহু তিক্ততা; অপরিচিত
বিদ্বেষের   অদ্ভুত   কোলাহল।  কখনো  কখনো  গভীর
কয়েক  অন্তহীন রাত  নেমে  এলে— অতীত  জ্বলে উঠে
দূর্লভ সর্পের  নীল মণি হয়ে।  নিউরণে নিউরণে  ছড়ায়
সুশোভিত  মহাকাল  —  ফেলে  আসা  টলটলে  স্মৃতির
বারতা; সতেজ হয় তীব্রতায়।  অথচ আমাদের দেখা হয়
অকাজের  জেরে;  কিন্তু  পেছনের  ছায়া  বলে  উঠে —
আমরা  চিনিনা  কেউ  কাউকে;  আমাদের  নেই  কোন
পরিচয়।  ছিলোওনা  কভু।

২৩০৮০৫৩০০১