যে অভিমুখে সকাল নেমে আসছে
তার সন্তানদের চোখে চোখে দিন
সারারাত্তি সজলমেঘে চূর্ণ হৃদয়তট
জলঋতু মেখে জেগে স্বীয় কোন্দল
বৃহত্তর রাজদেয়ালে আল্পনা নাই
রাত্তির গহীনে নেই মিশুক আঁধার
আষাঢ়ের অঝোর শ্রাবণে যুদ্ধত্রাস
বেদনাক্ষত অজস্র অকুল পাথার
এখানে দারুণ দ্রোহের তীব্র দাপট
আকাশের গায়ে ছিন্নতার আছড়
প্রতীচী জানালায় বিচ্ছেদক্লিষ্টতা
রাত্তির অগ্রমুখে দূরত্বের চেনা সুর
যখন প্রেয়সীর আলতাচর নিদ্রাভঙ্গ
আগুনের নোলকে পায়ের রক্তচিহ্ন
তখন বিদ্রোহ ফণা এঁকে তপ্ত বিষাদ
অসহযোগ দাবানলে ফুটে রাজপথ
আমাকে সম্মোহনী দু'হাত ডেকেছে
আগাম বিলাপ বিমোচনের যাত্রায়
আরও ডেকেছে অতিশয় সুখ সমস্ত
সমগ্র আহবানে আমি দ্রোহ দিয়েছি
আমি কভু ফিরবোনা কথা দিয়েছি
সুপ্ত সন্তানদের চোখের সদ্য সকালে
তামাটে দ্রোহের তাজা বিপ্লব না মেখে
আমি ফিরবোনা কোনও প্রিয়তমাতে
২১০৭১৪০০০৪