"ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো"
চলে যাওয়া মানেই প্রস্থান নয়। কবি'রা চলে যাননা কখনোই। তাঁরা বেঁচে থাকেন কবিতায়, কবিতার আত্মায় যুগ-যুগান্তর, অনন্ত-অনাদি। কবি'রা বেঁচে থাকেন সাহিত্যের পরতে পরতে, সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে। যে আত্মা চলে যাওয়ার নিয়মে মগ্ন, সে আত্মা কখনোই কবি'দের আত্মা হতে পারেনা। তাঁদের সৃষ্টিকুশলেই তাঁদের আত্মা জাগ্রত রয় অমলিন অনাবিল। কবি'রা একটু অদৃশ্য হয় মাত্র, তাঁদের কবিতাদের উপর দায়িত্ব অর্পন করে। বাঙলা সাহিত্যের চির অমর, পতনহীন নক্ষত্র কবি রফিক আজাদের অদৃশ্য হওয়া জাগতিক আত্মার মাগফিরাত কামনা করছি।
___ আরিফ নীল (মহীরূহ)
2016.Mar.12_06.30 সন্ধ্যা।