প্রশ্নটা ওভাবেই থাক, ঠিক যেভাবেই এসেছিলো ঘোর লাগা সন্ধ্যায়,
শুনেছি, দেখেছি, অপ্রাপ্তিটাও জীবনের অভেদ্য অংশ বিশেষ।
তবে যাক নিরুত্তরেই উভয়ের শতযুগ বিনা সন্দিহানে,
শুধু ব্যাকুলতার অগ্রে স্বাক্ষরিত হবে সে সন্ধিপত্র।
দূরত্বের নিকষ নীরদ ঘেসে যদি নেমে আসে ঋতুর শ্রাবণকাল,
তবে বুঝে নিও প্রিয় আষাঢ় এখনো বাকী প্রত্যাশার মোহনায়।
সেভাবে একদিন জেনে রেখো, আত্ম বঞ্চনার নিখাঁদ দৃঢ়তায়,
আমরা পৌঁছে যাবো কামনার সুশোভিত পুষ্প উদ্যানে।
হৃদয়ের মাস্তুলে তখন স্বীকৃত পালের হাওয়ায় দারুণ,
উভয়েই গড়ে তুলবো সমৃদ্ধ প্রেম সুখের চাষাবাদ অহর্নিশ।
রচনাকাল-
2015.Jun.27_11.50 রাত্রি।
খরুলিয়া, কক্ִসবাজার।