প্রিয় সত্যানুসন্ধিৎসা —
আগুন আর বিষাদে বিস্তর ফারাক, বুঝলে?
আগুন,
আগন্তুক যেনো উত্তাপ পর্বতে ধেয়ে আসা
দলছুট একঝাঁক ঝাঁজালো হিংসুটে বাতাস।
আকস্মিক দমকায় ধপ করে জ্বেলে দিয়ে
নির্বিকার নিঃশেষে মিলিয়ে যায় তড়িৎ।
আর বিষাদ?
বিষাদ যেনো দারুণ নিরলস; অবিশ্রান্ত
ক্লেশের কাঁটাতারে জমে উঠা মরিচার মত।
থরেবিথরে বেড়ে চলে নিউরণ থেকে শিরায়
যতনের অতি সমাদরে বয়ে যায় আমৃত্যু।
অদ্ভুত! তুমি আগুন জেনেছো আপোনায়
বিষাদের গাঢ় নীল চলন জানলেনা কভু।
২১১২০৭২০০৩