আবার এ রাত্তিরা সব ফিরে যাবে,
নৈঃশব্দের অতল অন্তড়াল চুড়ে।
ফিরে যাবে জ্যান্ত যত ক্লেশের ঝাপি,
জিইয়ানো বিষাদের ত্রস্ত ভেংয়ে।

পাতা ঝরা দিবার শেষ অপরাহ্নে,
কষ্ট মাদল মিশবে গোধূলীচূড়ায়।
রজনীর তীরের তীব্র অমানিশা,
মলিন হবে সোডিয়াম রেডিয়ামে।

বিষন্ন ভীষণ এ শহরের আর্তি,
চুষে নিবে নগরীর দেয়ালিকা।
গলি মোড়ে বস্তির শীর্ণতা ছিন্ন,
ফুরাবে ঝমঝম স্বপোনের হাটে।

শয়েশয়ে দলিত কোরসে কণ্ঠ মিলিয়ে,
সুখনিদ্রার গীত আওয়াজ দিবে গেরদান।
সমুদ্র চোখের গহীন তল্লাট মাজারে,
বপিত রবে অনাদি নিরন্তর প্রেমোপখ্যান।

আবার হৃদপ্রাণে ভরবে অভ্রেরনীল,
মিথুনের মিহি যেন হবে চন্দ্রসুধার ঝিল।
যুগলের প্রাণে প্রাণে স্পন্দনে বিমল,
জন্মাবে শোভিত শুভ্র ধরণী অমল।


2017.Feb.09_11.15 রাত্রি।