চারিদিকে এত বিপন্নতা
এত এত শোকের সমাহার
এত বিচ্ছেদের ত্রস্ত আলিঙ্গন
এত বিষের বিপুল বাতায়ন

আমি ভালো আছি বললেই
কেঁদে ওঠে প্রিয় স্বদেশ
হারানো মা'এর আঁচলে ডুবে
করুণ স্বরে ঢুকরে-জলে

আমি ভালো আছি বললেই
হেসে ওঠে আহ্লাদি আগুন
কেমিক্যাল সর্বস্ব স্ফুলিঙ্গ
চতুর রাজনীতির ক্রুদ্ধ নেতা

চারিদিকে বিসর্জনের আয়োজন
শত নয়নের মুমূর্ষ করতল
অগণন বেদনার নীল কমল
বিষাদের অফুরান যোগজন

আমি ভালো আছি বললেই
তরান্বিত হয় রাত্রির জড়তা
গাঢ় হয় বিরহের আড়ষ্টতা
বেজে চলে মরমের তানপুরা

আমি ভালো আছি বললেই
লুণ্ঠিত হয় ইতিহাস
নুয়ে পড়ে সার্বভৌমত্ব
মুছে যায় স্বদেশের মানচিত্র


আমি ভালো আছি বললেই...



বাহারছড়া, কক্‌সবাজার।
২০১৯০২২৫০১৩৫