স্বীকার করেছো যখন,
অভিনয় ছিল শুধূ ভালোবাসাতে,আর কিছু নয়;
কি বা বলব আর ভাগ্যটা খারাপ এই আর কি, তাতে কি!!!
প্রিয় মানুষের কাছ থেকে এটাই অনেক কিছু, এইবা কম কী ।
অভিনয়ের সুপ্ত প্রতিভা তোমার-
বিকশিত হলো আমার মাঝে-তাতেই আমি তুষ্ট,
নিজেকে আজ বড় মনে হয়।
কিছুই হতে পারিনি কখনো, তবুও তোমার হাতেখড়ি তো হলাম,
নিদারুণ অভিনয়ে দূরত্বের যে স্বাক্ষর রেখেছো,
বলতে গেলে তা এক কথায় অসাধারণ।
অভিনয় করতে শিখিনি,
অভিনয় করতে পারিনি- তো কি হয়েছে,
নিখুত নান্দনিক অভিনয়ের সৌন্দর্য বুঝার ক্ষমতাটুকু ঠিকই আছে।
তোমাকে তো পুরস্কার-অস্কার দিলে কম হয়,
তেমন কিছু তো অর্জন করতে পারিনি দেওয়ার,
যেমনটা থাকে মানুষের, অর্থ-বৃত্ত, সহায়-সম্পত্তির সৌন্দয অপার।
যা আছে দিলাম অনায়েসে শুধু,
ক্ষমা শব্দটা তোমার তরে আজ থেকে ,
আর একটা পতাকা দিলাম তোমায় স্বাধীনতার জন্য।