সবে মাত্র শিশুর মত হাটতে শিখেছি,
তোমাকে অবলম্বন করে হাটছিলাম কিছুটা পথ,
আর সে তাকে দিয়ে গেলে আজন্মের এক অন্তহীন পথ।
রেখে গেলে কষ্টের এক কঠিন কারাগারে
হারিয়েছো নতুন কোন ঠিকানায় ।
উদ্বেগ আর উৎকন্ঠায় যাচ্ছে বয়ে সময় ।
দেখেছি আমার জন্য কেঁদেছো তুমি অবিরত,
খুজে নিতে আমার ঘ্রান ছুটেছিলে সর্বত্র,
ছিলে মগ্ন প্রার্থনার উৎসবে;
তবে আমি কি ভুল দেখেছিলাম !!??
আমার সাথে না হয় অভিনয় করলে, তবে বিধাতার সাথে কেন ??
এতটা প্রাণবন্ত অভিনয় করেছিলে যে আমি তোমাতে খুশি ছিলাম,
এতোটা খুশি ছিলাম ভেবেছিলাম আমি কখনো ছেড়ে গেলেও
তুমি কখনো ছেড়ে যেতে পার না আমায়।
আজ হায় ! তোমার মনে হয় আমি তোমার সুখের মত না,
আমি আর নই আর্শীবাদ।
কি হবে পৃথিবীর বাতাস ভারী করে আর
কেউ না থাকুক আর দু;খ দেওয়ার ,
কেউ না থাকুক আর মিথ্যে বলার ।