দূর থেকে দৃষ্টি আমার আটকে গেলো
দীপ্ত পায়ে হেঁটে যখন সামনে এলো
সম্বিত জ্ঞান হারিয়ে যখন ফিরলাম আবার
মনে হলো যেন- এতোটা বছর নয়নজোড়া অপেক্ষায় ছিল তাঁর
যেন কবিতা হেঁটে এলো উপমাহীন উপমা নিয়ে
যেন অপ্সরী নেমো এলো সৌন্দর্য্যের খনি নিয়ে
ভোরের শুদ্ধতা যেন তাঁকে ছুঁয়ে এলো শেষে
চাঁদ কি ভুল করে নেমে এলো অপরুপা বেশে
ফেরে না দৃষ্টি, সময় যেন গেল থেমে পাছে
দৃষ্টি ফেরালে হবে অবিচার সৌন্দর্যের কাছে
এ যেন সদ্যফোটা সফেদ গন্ধরাজ
সবুজের সাথে তার যত সাজ
তাঁর চোখে লেগে আছে পৃথিবীর সকল বিষ্ময়
এ চোখের প্রেমে মরে গেলে নেই ক্ষয়।
হাসি ছিল মুখে তবুও কেবল যেন হাসছে শুধু
কথা যেন হয়ে গান, বাজে কানে প্রিয় সে মধু
খুঁজি পাশে, খুঁজি সবটায়
তার রুপ কাঁদিয়েছিল আমায় সর্বদায়