এমন চোখ কেউ কখনও দেখে নি,
এমন চোখের গভীরতা কেউ পরিমাপ করতে পারেনি,
আমিও দেখি নি, এমন গভীর কালো চোখ দেখি নি।
যে চোখ আকঁতে পারে নি কোন শিল্পি তার তুলির আচড়ে,
লিখতে পারে নি কোন কবি কিংবা গায়ক তার কোন কবিতায়, গানে।
আমি দেখেছি তাঁর মায়াভরা একজোড়া চোখ,
চোখ যেন তার ফোটা পদ্ম ফুল
এ চোখ যেন রূপালী জোসনায় ভাসিয়ে দেওয়া আলোকরশ্মি
এ চোখ যেন শুদ্ধতার ভরা প্রতিক,
এ চোখ যেন সবুজে ঘেরা অমৃত অরন্য
এ চোখ যেন নির্মলতার ভাষা
এ চোখ ভালো লাগায় থমকে যাওয়া সময়
রাতের স্নিগ্ধতা যেন ডুবে রং মাখে তার চোখ থেকে।
সৌন্দযের খনি ভরা সে চোখের আলোয় হারিয়ে বর্তমান, ভবিষত্য
সে চোখের হাসিতে ভাস্বর চারিপাশ।
পৃথিবীর সমস্ত সময় যেন ডুবে থাকে সে নিষ্কলঙ্ক চোখে
বারেবারে ডুবে যায় সবকিছু সে চোখের কালোতে।
সে চোখ পথ দেখায় সমৃদ্ধতার
সে চোখ ডাকে পবিত্রতায়।
সে সরল দুটি চোখে গভীর বিশ্বাস দেখা যায়
বেচেঁ থাকার রাস্তা যেন ডেকে যায়।