থাক না, কিবা আর করেছো এমন বেশি
তেমন কিছু না, শুধু চলে গেলে ইচ্ছে খেয়াল খুশি।
সেতো সামান্য মন ভুলানো অভিনয় মাত্র,
ছিল উজাড় করা প্রতারণা;
ভেবো না, কিছু হবে না এ যে মাত্র সামান্য বেদনা।
আমি যাই চলে দূরে থেকে বহুদূরে
ভালোবাসি বলে আজো।
তুমি থেকো মহা সুখে
যা ইচ্ছে তেমন সেজে।
যৎ সামান্য যা কিছু পেয়েছি তাতেই আমি তুষ্ট
তুমি যা পাও নি পাও এবার, হও সন্তুষ্ট।
আমার পাড় ভেঙ্গে গেছে অবেলায়
ভরে যাক তবে তা তোমার বেলায়
মহা সুখে আছো তুমি
আমার আর কি চাই!
আজ থেকে মিটে যাক অনন্ত অভাব তোমার,
ধুয়ে মুছে যাক তোমার আমিময় অন্ধকার।