আমার অতো বেশি লাগে না
আমি অল্পতে খুশি
যা আছে আমার তাতেই সম্পূর্ণ;
আকাশ ভাসানো চাঁদ কিংবা জোছনায় ভেসে যেতে ইচ্ছে হয় না
আমার কোরকম বাতি হলে চলে কিংবা অন্ধকারেও চলে;
সুইজারল্যান্ড, ভেনিস, নেপাল ভ্রমণের বিলাসিতা নেই
আমি প্রিয়তমার হাতে হাত রেখে সূর্যাস্ত দেখলেই হলো;
মার্সিডিজ, ফেরারি কিংবা বিলাসী কোন বাহনের অভাববোধ নেই
আমি কেবল মুক্ত হাওয়ায় রিক্সাতে প্রাণ খুঁজি;
গোল্ডেন এ প্লাস কিংবা প্লাস নিয়ে উত্তীর্ণ হওয়ার স্বপ্ন জাগেনি
কেবল টেনেটুনে তেত্রিশ পেয়ে পাস করলেই হলো;
আমি রূপ, গুণ, লাবণ্যের প্রাচুর্যে ভেসে যাওয়ার অবকাশ চাই না
কেবল মনভরে ভালবাসতে জানলেই হলো;
বনলতা সেন, নীরা কিংবা হেলেনের মত কাউকে পাশে চাই না
আমার শুধু তুমি হলে হলো;
আমার আসলে অতো বেশি লাগে না
আমার শুধু তুমি হলেই হলো।