ওই আকাশে মেঘের খেলা
ভেসে বেড়ায় দিনের বেলা,
ওই নদীতে স্রোতের রেস
দেখতে লাগে বড়োই বেশ ।।
ওই আকাশে বিকেল বেলা
দেখতে পাবে পাখির খেলা
ভাবছি বসে,
আমি যদি পাখি হতাম
মেলে দিতাম দুটি ডানা
পারি দিতাম দুর দিগন্তে
মনের সুখে ঘুরে নিতাম ভুবন টাকে ।।
ওই আকাশে আছে কতকি
আমরা দেখি তার সিনারি
জানার জন্য কত মানুষ
দিচ্ছে মহাকাশে পারি ।।
ওই আকাশে দিনের শেষে
সূর্য দেয় এঁকে
গলিত সোনার রঙের মত
দেখতে লাগে তাকে ।।
দিচ্ছে পারি অন্তরালে
লাল শিখাই জলে
ওই আলোতে,
সবাই যেনো আনন্দেতে রয়
আলোর পরে রাত পোহালেই
নেমে আসে দুর্বোধ্য অন্ধকারের ভয় ।।