গ্রীষ্মকালে ভীষণ গরম
বইছে নাকো বায়ু
কোথায় যাব, কোথায় যাব
কমে আসছে আয়ু ।।
গ্রীষ্মের পরে বর্ষা এলো
এলো মেঘের রাশি
ব্যবসায়ীরা লুটেপুটে খায়
মরে শুধু চাষী ।।
বর্ষা গেল দুঃখ দিয়ে
শরৎ এলো খুশি নিয়ে
উৎসবেরই দিনগুলিতে
কাটে সবার আনন্দেতে ।।
হেমন্তকে ভুলেই গেছে
মনে নাই কারো
শীতের ছোঁয়া লাগলে পরে
বলবে সবাই,
এবার জ্যাকেট-সোয়েটার বার করো ।।
শীতের পরেই বসন্তের আগমন
থাকে সবাই শান্ত মনেতে
বসন্তেরি কোকিলের ডাক
মৃদু মৃদু ভেসে আসে কানেতে ।।