মুদ্রা ছাড়া যেমনি সখ-আহ্লাদ মেটেনা
মুদ্রার অভাবে এ পৃথিবী কাওরে চেনেনা,
সমাজের বুকে তুমি বঞ্চিত, যদি না থাকে উপার্জন
মুখে বলা সহজ হলেও, সহজ নয় এ কর্মজীবন ।
অভাবে অভাবে হু হু করে অন্দর খানা
বুক ফাটা, মুখ চাপা হাসি দিয়া দমন করো অন্দরের জ্বালা,
ব্যাথিত জীবন খানি বেদনায় ভরা, তাইতো বারে বারে
কেঁদে উঠি নিরবে গোপনে ডায়রির পাতায় পাতায় ।
অভাগার জীবন লয়ে আসো যদি তুমি
পাবে নাকো সম্মান, দেবে না কেহ মর্যাদা
মোটা টাকা উপার্জন না থাকিলে
সমাজের বুকে নির্যাতিত তুমি সদা সর্বদা ।