তাল, বট, শিরীষ, বকুল
দক্ষিণী পবনে দুলছে দোদুল দুল ।
নীল আকাশে পক্ষী গুলা খেলা করে দিবস বেলা
পাখনা মেলে ভূবন ঘোরে দিন শেষে কুঞ্জে ফেরে ।
বর্ষার জলে পুষ্করিনি ফুলেফেঁপে ওঠে
জলের বুকে নিভৃতে কচুরিপানা ও পদ্ম ফোটে ।
ওই আমাদের সরোবরে মাছেরা সব করছে কিলিবিলি
বাউল সাধক দু'হাত তুলিয়া ধরছে তাহার গানের কলি ।
ভোর আলোকে কত্ত পাখি মধুর সুরে ডাকে
পুব আকাশে দিনমনি মুখ দুলাইয়া হাসে ।
সাঁঝের আকাশ লালচে আলোয় ঢাকে
ছোট্ট গ্রামের চিত্র আঁকে ঘিয়ার জলের বাঁকে ।
হাসনাহেনা ফুলে সুবাসিত চারিধার
মোদের পল্লিগ্রামে খুঁজে পাই শান্তির পরিবার ।