ওই যে দূরে অন্ধকারে তারকা টিমটিম করে
মনেহয় কি যেন তারা বলতে চায় আমারে;
ওই যে দূরে চাঁদের গায়ে কিসের এত দাগ
পরীক্ষা-নিরীক্ষা না করলে সবই পড়বে ফাঁক।।
ওই যে দূরে গভীর আকাশ
নেইকো তার কোনোই প্রকাশ
ওই যে দূরে মেঘের কোলে
বৃষ্টিরা সব ভেসে চলে
একটু পরে ভারী হলে
এক নিমেষে পড়বে ঝরে।।
ওই যে, নিঝুম রাতের পথের পথিক
একলা পথ চেয়ে রয়েছে বসে,
মনের আকুলি-বিকুলি বোঝাবে কেমনে
প্রকৃতির বিরুদ্ধতাতে ।
গন্তব্য, তাহারে আর ডাকে না
প্রেমের গান এখন আর কানে বাজে না
বিষাদ বিষণ্ণতা ভরা জীবন তার-ওই
এখন আর রঙিন রঙ মাখেনা ।
ওই যে, নিঝুম রাতের আঁধারের তরে
আকাশ সেজেছে নক্ষত্রের সাজে,
প্রহরে প্রহরে সহস্র পাখির কুজন
তাহার মিষ্টি সুর কানে বাজে ।
অন্ধকারের পরে ফুটবে যেদিন আলো
ধরিত্রী উঠবে সেদিন হেসে,
মাথার উপর উড়ে যাবে কাক-পক্ষীর দল
সেদিনও নিঃশব্দ থাকবে বসে ---
আমার হৃদয়-কঙ্কাল -- আমার হৃদয়-কঙ্কাল ।