এদিক-সেদিক চারিদিক
চলছে মহামারী
দিচ্ছে ভয়, দেখাচ্ছে ভয়
হচ্ছে কাড়াকাড়ি ।।
দোকান বাজার বন্ধ হল
নেইকো খোলার আশা
বাড়ির বাজার ফুরিয়ে এলো
মুখে নেই আর কোন ভাষা ।।
সকল মানুষ আতঙ্কিত
বলার কিছু নাই
মহামারীর ভয়াবহে
লকডাউন ঘোষণা হল তাই ।।
মহামারীর ভয়ের চোটে
বাড়ি থেকে বেরোচ্ছে না কেউ
একটুখানি ভুলের জন্য
উঠবে বড় ঢেউ ।।
মহামারীর আতঙ্কে
বাড়ির বাইরে বেরোনো হয়েছে দায়
বেরোলে পরে পড়বে মার
করবে হায় হায় ।।
দিবারাত্রি মানুষের সেবায়
থাকে যারা সর্বক্ষণ
আমি বলি,
তাদের জন্য সদা সর্বদা
মর্যাদা দেওয়া আমাদের প্রয়োজন ।।