ভোর সকালে পাখির ডাক
শুনতে ভালো লাগে
পুব আকাশে ক্ষীণ শিখাই জ্বলে ওঠা সূর্যটাকে
দেখতে ভালো লাগে ।
অল্প হাওয়া, অল্প ছোঁয়া
মনের ভালো লাগা
ছোট্ট দিনের অল্প সময়
এদিক - সেদিক কেটে যাওয়া ।
ছোট্ট চুমুক চায়ের কাপে
দিনের শুরু হাওয়া
জীবন ময়দানে হেরে না যেতে হলে
বড়ো কদম নেওয়া ।
ছোট্ট ছোট্ট ধাপ নিয়ে
বড়ো হয়ে ওঠা
ওই ছোট্ট ছোট্ট ধাপে
অনেক কিছু শেখা ।
সময় হলেই ধরতে হবে
অফিসের পথ
বর্ষা বাদল কিংবা শীতের মরশুমে
লাগাতে হবে কাজে মন
আর এই ভাবেই কেটে যাবে
সারাটা জীবন ।