নীলাভ আকাশ যেন হাসিমুখে চায়
চঞ্চল পঞ্চেন্দ্রিয় আনন্দের ছোঁয়া পায় ;


বর্তমানে বেঁচে আছি অতীত মনে করে
দুর্যোগ মোর কেড়ে নিল আনন্দ সব ভুলিয়ে দিল ।


কি করি আজ ভেবে না পাই
সকাল সন্ধ্যা ক্রন্দনে কাটাই
মরছি আমি ক্ষুধার জালায়
পেট চালানো হচ্ছে বিষম দায় ।


প্রকৃতির ওই লীলাখেলা
শিকার হওয়ার আমার পালা
জ্বলে-জ্বলে ছাই হয়ে যায়
তবু রয়েছি আমি শেষের অপেক্ষায় ।।


(কেননা, ফুল মূর্ছা যাওয়ার পরই নতুন ফুলের জন্ম হয়)
-08.06.2021